গাজীপুরে শাহ সুফি ফসিহ্ উদ্দিন রহঃ
আলিম মাদ্রাসায় তালা, শিক্ষা কার্যক্রম বিঘ্নিত
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি হযরত শাহ সুফি ফসিহ্ উদ্দিন (রঃ)আলিম মাদ্রাসায় তালা লাগিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখেছে। ক্লাস করতে না পেরে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।
স্থানীয় একাধিক সূত্র জানায়,আওয়ামীলীগ সরকারের পতন ঘটলে ৬ আগস্ট মঙ্গলবার মিছিল নিয়ে একদল লোক গাজীপুর সদরের পোড়াবাড়ি এলাকাস্থ শাহ সুফি ফসিহ্ উদ্দিন (রঃ) আলিম মাদ্রাসায় গিয়ে অফিস কক্ষসহ সহ বিভিন্ন শ্রেণীকক্ষে তালা লাগিয়ে দেয়। ওই দিন থেকে এখন পর্যন্ত মাদ্রাসায় তালা লাগানো থাকায় শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
এ বিষয়ে আলাপ করলে মাদ্রাসার ছাত্র সিয়াম হোসেন জানায় আমাদের মাদ্রাসায় ক্লাস বন্ধ থাকায় আমাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে কিছুদিন পর আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন আমরা কি করব। আমাদের মাদ্রাসা খুলে দিন।
দায়িত্বশীল একটি সূত্র জানায়, ১৯৯৫ সালে এই মাদ্রাসাটি হাফিজি মাদ্রাসা হিসেবে যাত্রা শুরু করে পরে ২০১৪ সালে মাদ্রাসাটি আলিম মাদ্রাসার অনুমোতি লাভ করে এখানে হাফেজী এবং দাখিল দুই বিভাগেই শিক্ষা দেওয়া হয়। এখন দাখিল মাদ্রাসায় ১শ ৩০ জন ও হাফিজী শাখায় ৩০ জন ছাত্র বিনা খরচে থাকা খাওয়া লেখা পড়া চালিয়ে যাচ্ছে। তাই অতি শিঘ্র মাদ্রাসাটি চালুর দাবী জানান।
এ বিষয়ে জানতে চাইলে ওই মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ ইব্রাহিম খলিল জানান, ৬ আগষ্ট সকালে আমরা মাদ্রাসায় যাবার পথে কিছু লোকজন আমাদের পথ আটকে দেয়।আমি কারন জানতে চাইতে আওয়ামী লীগ সমর্থক পরিবারের সন্তান ইউসুফ আমাকে লাঞ্চিত করে বিভিন্ন হুমকি দিতে থাকে। এ সময় আমি প্রান ভয়ে চলে আসলে ইউসুফের নেতৃত্বে কিছু লোকজন গিয়ে মাদ্রাসায় তালা লাগিয়ে রেখেছে। এতে করে আমরা সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছি। তিনি আরো বলেন, কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবে হলেও মাদ্রাসাটি অতি শীঘ্র খুলে দেওয়া প্রয়োজন।
মাদ্রাসা বন্ধের বিষয়ে জানতে চাইলে শাহ সুফি হযরত ফসিহ্ উদ্দিন রঃ মাজারের খাদেম বলেন,এই মহান ওলীর নামের ২টি প্রতিষ্ঠান মাজারের টাকায় চলে।প্রতিষ্ঠানের মাধ্যমে সুনাম অক্ষুন্ন থাকবে আমারা এটাই চাই।অতিশিঘ্র মিটিং করে মাদ্রাসা খুলে দেয়ার ব্যাবস্থা করব ইনশাআল্লাহ।
স্থানীয় শিক্ষানুরাগীরা মাদ্রাসাটি খোলে দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা ও আল্লাহর ওলী শাহ সুফি হযরত ফসিহ্ উদ্দিন রঃ এর সুনাম অক্ষুন্ন রাখতে প্রধান উপদেষ্টা সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
Leave a Reply