অপেক্ষার প্রদীপ
ঈশা খন্দকার
অন্ধকারে জ্বালিয়েছিলাম সাঁঝের সেই প্রদীপ।
সাঁঝের প্রদীপ ফুড়িয়ে এলো,
অন্ধকার হেরিয়ে ভোর হলো,
দ্বিপ্তীমান রবি আমায় প্রশ্ন করলো,
মিলবে কি দেখা তোমার প্রিয়’র?
অপেক্ষার প্রদীপ তাকিয়ে রইল।
স্বপ্ন ভাঙলো, দুঃখ প্রকাশ হলো সাগরের বুকে।
ঢেউও আমায় প্রশ্ন করল,
অপেক্ষার প্রদীপ তাকিয়ে রইল।
গোধূলির আলোমাখা আকাশ খানি,
কী সুন্দর সেই দৃশ্য টা।
মুগ্ধ হয়ে তাকিয়ে ছিল প্রশ্নবিদ্ধ মনটা।
সেই আকাশও আমায় প্রশ্ন করল,
অপেক্ষার প্রদীপ তাকিয়ে রইল।
স্বপ্ন ভাঙলো, দুঃখ প্রকাশ হলো অন্ধকারে,
সাঁঝের প্রদীপ জ্বলে উঠলো,
একটুখানি আশা যেন ফিরে পেলো।
অপেক্ষার প্রদীপ তাকিয়ে রইল,
প্রিয় আমার ফিরে এলো।
Leave a Reply