আজ সাভার উপজেলা নির্বাচন
আমিনুল ইসলাম সুজন, সাভারঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বীতীয় ধাপে আজ ২১শে মে সাভার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । তবে নির্বাচনে প্রচার-প্রচারণা, পোস্টার, লিফলেট ও মাইকিং করে ভোট চাওয়ার চিরাচরিত নিয়ম তেমন একটা লক্ষ্য করা যায়নি। অনেকটা নিরবেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সাভার উপজেলা নির্বাচন । এর প্রধান কারণ হিসেবে ভোটাররা মনে করছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে।
জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাভার উপজেলায় আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এরই মধ্যে তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন এবং দলীয়ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে একাধিক সংবর্ধনাও প্রদান করা হয়েছে। এবার নির্বাচনে রাজীব ও বাংলাদেশ তরীকত ফ্রন্টের চেয়ারম্যান মুফতি মো. মেহেদী হাসান বুলবুল মনোনয়ন জমা দিলেও গত ২৮শে এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বুলবুল।
সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদে সাভার উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখন পর্যন্ত ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়াম্যান পদে প্রতিন্দ্বন্দী প্রার্থীরা হলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোশাররফ খান ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলাম। এ ছাড়া সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমী ও ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহ-সভাপতি মনিকা হাসান।
Leave a Reply