কালিয়াকৈরে রাজধানী গাড়ি সহ ড্রাইভার নিখোঁজ
মোঃ মীর সোহেল মিয়া, কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে রাজধানী গাড়িসহ ড্রাইভার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে
ডায়েরি সূত্রে জানা যায়, (ঢাকা মেট্রো গ ১৩-২৩১৪) রাজধানী পরিবহনের ড্রাইভার সজীব হোসেন গাড়ির তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামকে ফোন করে জানায় মিরপুর ১৪ নং মার্কস হাসপাতালের পাশে থেকে একটি রিজার্ভ নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাবে। পরবর্তী ২৯ই আগস্ট রাত ১১ ঘটিকার দিকে রিজার্ভের এক যাত্রীর ফোন নাম্বার দিয়ে ফোন করে তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামকে জানাই সিলেটের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দিচ্ছে। ৩০ই আগস্ট সকাল ৯ টার দিকে গাড়ির ড্রাইভার সজীব ও যাত্রীর নাম্বারে ফোন দিলে ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখে। বিষয়টি সন্দেহজনক হওয়া ৩১ইশে আগস্ট একটি সাধারণ ডায়েরি করা হয়। এই ঘটনায় গাড়ির তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানায় ,প্রাথমিকভাবে সন্দেহ করছি গাড়িটি চুরি করে নিয়ে আত্মসাৎ এর উদ্দেশ্যে ড্রাইভার সজীব এই ঘটনাটি ঘটিয়েছে ।আমি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সঠিক তদন্ত করে গাড়ি ফিরে পেতে সরকারের সুদৃষ্টি কামনা করছি। সেই সাথে যদি কেউ আমার এই গাড়িটির সন্ধান দিতে পারে আমি তাকে যথাযথ সম্মানজনক পুরস্কার প্রদান করব।
Leave a Reply