হাওরে মানুষের মল মুত্র খাচ্ছেন নাতো ?
হাওর বলতে স্পেশালি টাঙ্গুয়ার হাওর।প্রাকৃতিক সুন্দরের লীলাভূমি এই হাওর বলতেই আমরা অজ্ঞান!
এখানে ভালোমানের হোটেল রিসোর্ট না থাকলেও,হাওরে নেমেছে টু স্টার সমমানের বিভিন্ন কোয়ালিটির বোট।যে বোটগুলোতে ঘুরাফেরা সহ রাত্রিযাপন পর্যটকদের নেশা হয়ে উঠেছে!
কিন্তু আপনি জানেন কি হাওরে বোট স্টে রাত্রি যাপনের দীর্ঘ সময়ে,রান্না বান্না ধোয়া পালায়,ওয়াশরুমে ব্যবহার করা পানি বেশিরভাগই হাওরের?
হাওরের মধ্যভাগের পানি পরিষ্কার হলেও, তীর /কিনারায় পানিগুলো মল মুত্র ময়লা আবর্জনায় ভরা থাকে।তার প্রধান কারণ এসব বোটের সিংহভাগ ওয়াশরুম উম্মুক্ত!তাই ত্যাগ করা মল মুত্র সব কিছুই সরাসরি হাওরের পানিতে পরে।আর বোটগুলো কুলে/কিনারায় যখন দাঁড়ানো থাকে,তখন বালতি দিয়ে তুলে এই পানি দিয়েই ধোয়াপালা রান্না বান্না সব কিছু করা হয়!বেশিরভাগ বোটের ওয়াশরুম আর রান্নার জায়গাটা পাশাপাশি থাকে।দাঁড়ানো অবস্থায় বালতি দিয়ে যখন পানি উঠিয়ে রান্না বান্না করা হয় অনেক সময় মল ছুয়ে যায় বালতির সীমানা!ফলে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা অনেকগুন বেশি।
আর তাই যারাই হাওর ট্যুরে যাবার প্লান বা পরিকল্পনা করেছেন,তারা বোট ও ট্যুরিজমের সাথে পানির বিষয়টা কন্টাক্ট করে নেয়া জরুরি।
✅খাবারে ফ্রেশ মিনারেল ওয়াটার সরবরাহ করতে হবে।
✅রান্না বান্নার কাজে ব্যাবহৃত পানি বোটে উঠার সময় যে কোন টিউবওয়েল/সেলু থেকে সরবরাহ করতে হবে।
✅ওয়াশরুমে ব্যবহারের পানি হাওরের মাঝ থেকে সরবরাহ করতে হবে।
অনেকেই অনেক রকম হাদিস বাণী শুনাবে,আমরা ফ্রেশ পানি ব্যবহার করি,মল মুত্র হাওরের পানিতে ভেসে যায়,আমাদের বোট ভালো হ্যান ত্যান ইত্যাদি!
কিন্তু বাস্তবতা ভিন্ন,সবাই ফ্রেশ পানি সরবরাহ করেনা!তাই বুকিং কন্টাক্টের সময় অবশ্যই আপনার জেনে নিয়ে বুকিং দেয়া উচিত,এবং ট্যুরে গেলে বাস্তবতা পর্যবেক্ষণ করা উচিত!
নতুবা পানিবাহিত যে কোন কঠিন রোগে আক্রান্ত হতে পারেন,যারা এসব পানিতে অভ্যস্ত না!!
নোট:লেখাটি কাউকে হেয় করার জন্য নয়,আমার স্বচক্ষে দেখা বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখাটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
লেখকঃ ওমর ফারুক মজুমদার
ডিরেক্টরঃ টিএসি
Leave a Reply