মাটির মালেক
এম ডি নয়ন
মাটির মালেক সাদামাটা
আমিত্বে উড়ায়নি পাল,
অভাবে তার তৃপ্ত হাসি
বিছিয়ে মায়ার জাল।
সূর্য অস্তে বেহাল দশা
তিনে হারালো কূল,
দুইয়ে আমিত্বে মজে
মালেক করেনি ভুল।
হার না মানা দুরন্ত পথিক
চাই মাথা গোঁজার ঠাঁই,
সম মর্যাদা সম বন্টনে
খুশি মহান মালেক সাঁই।
নিন্দুকেরা, মালেক বোকা
অবুঝরে কষ্টার্জিত ভাগ,
তব শান্তি ওরা বড় হয়ে
দিবে ভাই বলিয়া ডাক।
যোগ বিয়োগে জীবন শুন্য
আজ হিসাব মিলানো দায়,
আহত হৃদয় রেখা আঁকে
চোখের দুই পাতায়।
ঘুনে ধরা সাঁকোর বাশ
অযত্নে আজ মূল্যহীন,
এক জীবনের গোলামীতে
শোধরানো যাবে না ঋণ।
যুগে নয় শতাব্দীতে আসে
সকল কষ্ট- বহনে একা,
চলা চরণে প্রতিদান চলে
অসময়ে যায়না দেখা।
দুঃখের বানে ডানার নিচে
শত কষ্টে- আগলে অবিরত,
কেউ জানেনা বুক পাঁজরে
কেমন,কতোটা ছিল ক্ষত।
কালের স্রোতে অবুঝরা আজ
ভিন্নপথে,বুদ্ধিযোগে নানা মতে,
মালেকের জবাবদিহিতা ছিল
শুধু বিবেকের আদালতে।
মালেকেরা জন্মায় যদি
সারা পৃথিবীর প্রতি কোনে,
সাম্যের কোলে মানবতা
তাতে ধরবে না আর ঘুনে।
Leave a Reply