নবীর প্রেমে পাগল হইলে
—-পীর নজরুল ইসলাম সাদকপুরী আল-মাইজভান্ডারী (রহঃ)
নবীর প্রেমে পাগল হইলে
আল্লাহ তালাহ খুশি
নবীর দুরুদ পড় দিবানীশি॥
নবীর প্রেমে পাগল হইলে
আল্লাহ পাকের দিদার মিলে অ
থাক যদি জজবা হালে
বাজাও নামের বাশিঁ॥
নবীর দুরুদ পড় দিবানীশি ঐ
নবীর প্রেমে যে হয় মাতাল
তাহার সম্মান রয় চিরকাল অ
প্রমান আছে হযরত বিল্লাল
বানছে প্রেমের রশি॥
নবীর দুরুদ পড় দিবানীশি ঐ
ওয়াসক্বরনী পাগল ছিল
নবীর প্রেমে দাঁত ভঙ্গিল অ
জুব্বা উপহার পাইল
হইয়া প্রেম উদাসী॥
নবীর দুরুদ পড় দিবানীশি ঐ
নূর নবীজির প্রেমে আকূল
সকল আওলিয়া আশেকে রাসূল অ
ঐ প্রেমেত কাঙ্গাল নজরুল
কান্দে দিবানীশি ॥
নবীর দুরুদ পড় দিবানীশি ঐ
Leave a Reply