কান্দে হোসেন
মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী
১১/১০/২০১৬ তোয়াজ , সিঙ্গাপুর
কান্দে হোসেন কারবালায়
কোন দোষে মারবি তোরা আমায় ॥
কি জব দিবি যাইয়া রে তোরা
আল্লাহর দরবারে
কি জব দিবি যাইয়া রে আমার
নানা জানের ধারে;
ওরে, নানা জানের ধারে রে
নানা জানের ধারে
পাষান্ড এজিদের দলের
কারো মুখে কথা নাই॥..ঐ
কইরে তোরা যারা চিঠি
দিয়াছিলি মোরে
বায়াত অইবি বইলা রে স্বাক্ষর
দিছিলি পেপারে ;
স্বাক্ষর , দিছিলি পেপারে রে
দিছিলি পেপারে
একজন কি নাই এই বহরে
সাহায্য করতে আমায়॥..ঐ
কেন্দে কেন্দে ইমাম হোসেন
আবারও জিগায়…
একজন ও কি মুসলমান এই
সভার মধ্যে নাই;
মুসলমান কি নাই রে
মুসলমান কি নাই
নিরবতা দেইখা ইমাম
কেন্দে কেন্দে বুক ভাসায়॥..ঐ
মুসলিম ছিল এজিদের দল
বেঈমান কেউ ছিল না
ইমামের আহ্বানে কেউ
সাড়া তো দিল না;
ওরে , সাড়া তো দিল না রে
সাড়া তো দিল না
কেমন মুসলিম গেল জানা
এদের দলই বড় ভাই॥..ঐ
অধম হোসেন কান্দে সাধক
নজরুলের নাম লইয়া
পাক পাঞ্জাতন আহলে বায়াত
ভজিব কি দিয়া
আমি ভজিব কি দিয়া গো
ভজিব কি দিয়া
কারবালার কথা ভাবিয়া
দুঃখে পরান ফাইট্টা যায়॥..ঐ
Leave a Reply