মনের আকুতি
✍️ মুহাম্মদ আবু-সুফিয়ান
দেখিনি তোমায় জেনেছি আমি
আমার নবী মুহাম্মদﷺ
তব দর্শনের আশায় গোলাম
হয়ে আছে উন্মাদ।
তোমার প্রেমের সুধা যে
করেছে একবার পান,
জীবনচলার বাঁকে নিতে চায়
দূর মদিনার সুঘ্রাণ।
প্রেমিক জানে বিরহ ব্যথা
কতো গভীর হয়,
তোমায় না দেখার যাতনা
কেমনে সহে রয়!
প্রেম অনলে পুড়ে অধম
হতে চাইগো চারখার,
মদিনার দুয়ার খুলে দাও
ইয়া শাফিয়ে মাহশার।
এমন আগুন হৃদয় মাঝে
জ্বলুক বারে বার,
যেই আগুনে খাঁটি হয়
দূর্বল ঈমানও আমার।
জন্ম আমার স্বার্থক হবে
পেলে তোমার দীদার,
হৃদয়ের আকুতি শুনো গো
ইয়া ছাকিয়ে কাওছার।
Leave a Reply