পাঞ্জাবী ভুবনে “জিনান” একটি বিশ্বস্ত ও সুপার ব্র্যান্ড, উদ্যোক্তা রিভিউ
আসসালামু আলাইকুম, সম্মানিত জিনান পরিবারের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতর এর অগ্রীম শুভেচ্ছা ঈদ মোবারক । জিনানের কর্ণধার জনাব মঞ্জরুল ইসলাম ভাইয়ের ওয়ালে বিজ্ঞাপন দেখে একটি পাঞ্জাবী অর্ডার করলাম, অর্ডার মোতাবেক কুরিয়ার সার্ভিসর মাধ্যমে অত্যন্ত দ্রুত আমার বাসায় পৌঁছে যায় পণ্য। না, কোন টাকা পয়সা অগ্রীম পেমেন্ট করতে হয়নি। যদিও “নিজের বলার মতো গল্প” গ্রুপের কাউকেই অগ্রীম পেমেন্ট করতে আমার বিন্দুমাত্র সংকোচ নেই। কারন, এই গ্রুপে ব্যবসা উন্নয়নের পাশাপাশি মানবতা, মনুষ্যত্ব, মানবিক মূল্যবোধ তথা সর্বোপরি একজন ভালো মানুষ হওয়ার নিয়মিত চর্চা করা হয়। আর জিনানের সম্মানিত উদ্যোগতা মঞ্জরুল ইসলাম ভাই হলেন ঐ গ্রুপের একজন সুপার এক্টিভ সদস্য। আমার অনুরোধ সত্ত্বেও সেটিসফেকশন কনফার্ম করার আগ পর্যন্ত ওনি বিকাশ নাম্বার দেননি।
আমার অনলাইন অর্ডার শুনে ছোট বোন বলল “ভাইয়া প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে” কারণ, ইতিমধ্যে সে একবার অনলাইনে পণ্য কিনে প্রতারিত হয়েছে। যাহোক তার প্রশ্নের জবাবে আমি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিয়েছিম যে, আমি প্রতারিত হব না। আর এই আত্মবিশ্বাসী জবাব কিন্তু পরে পেমেন্টর জন্য নই, ভালো মানুষের প্লাটফর্ম কাছে থেকে দেখার সুযোগ ও সৌভাগ্য হয়েছে আমার তাই।
প্রতারণা যে শুধু অনলাইনে ব্যাপারটা এমন নয়। প্রতারণা ছিল, আছে, এবং ভবিষ্যতেও থাকবে, অনলাইন অফলাইন সবখানে। প্রতারণা যেমন আছে, তেমনি যাচাইয়েরও সুযোগ আছে সবখানে। অতি লোভে পরে অস্বাভাবিক ডিসকাউন্টের দিকে না যেয়ে সঠিক প্লাটফর্ম খুঁজে নিতে হবে। আর সেদিক থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের বুকে পরিক্ষিত একটি প্লাটফর্ম “নিজের বলার মতো একটা গল্প” গ্রুপ । ক্রেতা বিক্রেতা ও ভালো মানুষ হতে যোগ দিতে পারেন এই গ্রুপে। এই গ্রুপের যে কোন উদ্যোগতা থেকে চক্ষু বন্ধ করে যে কোন পণ্য নিতে পারেন নিঃসন্দেহে। “জিনান” এই গ্রুপের একটি বিশ্বস্ত ও সুপার সফল ব্র্যান্ড। যা ইতিমধ্যেই সর্বস্তরের ভোক্তার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমি জিনানের সাফল্য কামনা করছি।
মোহাম্মদ মহররম হোসেন
সিঙ্গাপুর প্রবাসী শ্রমিক ও উদ্যোগতা
এবিসি ট্রাভেলস
+8801706400050 (হোয়াটসআপ)
Leave a Reply