কে বলে আমি বোকা
—-মোঃ ইয়ামিন মাইজভান্ডারী
কে বলে আমি বোকা
সবার মত না
আমি চলি আমার মত
কারো মত না।।
সবাই ভাবে আমি বোকা
কারো সাথে কথা কইনা
কিন্তু সে এটা জানে না
কথায় সমস্যা।।
সত্য বলি আমরা জেনে
কেন মিথ্যা বলবো কসে
কেন বিবাদ ছড়াইবোরে
কাজ কি বলতে না।।
বাবা কহে শিখরে থেকে
আমি শিখবো কি থেকে
থাকে তিনি সবাই নিয়ে
আমায় কেন নেয়না।।
দুইটা রশি শকতে বেঁধে
ইয়ামিন না পালায় শেষে
নফসো টারে বন্ধি করবে
নয়তো পারে না।।
Leave a Reply