রজে মজো উজান বহো
এম ডি হোসাইন মাইজভান্ডারি
রজে মজো উজান বহো
কামিনীর ঘাটে
কামেনী হয় নন্দিনী
প্রেমো নদীর তটে।।
কাম রতিতে হইলে মতি
ভাবের নায়ে বাড়ে গতি
প্রেমিক মন নয় উদাসী
যেমন খুশি ছোটে।।
প্রেমাসক্ত প্রেমিক জন
তেজোময়ী রণে বন
গুরু প্রেমে মজায় মন
ত্রি বেনীর ঘাটে।।
নদীতে ডাকিলে বান
থামেনা ঝড় তুফান
প্রভূ প্রেমের উপাখ্যান
প্রেয়সীর নোনা জলে।।
গুরু প্রেমে হইলে মত্ত্ব
কাম কামিনী হয় দাসত্ত্ব
দেলোয়ার কয় ভক্ত
চলে গুরুর পথে।।
(গান নং-৪৫১)
Leave a Reply