আল্লাহকে যে পাইতে চায়
– কাজী নজরুল ইসলাম
আল্লাহকে যে পাইতে চায়,
হযরতকে ভালবেসে
আরশ কুরসী লৌহ কালাম ।।
না চাইতেই পেয়েছে সে ।। ঐ
রাসূল নামের রশি ধরে
যেতে হবে খোদার ঘরে
নদী তরঙ্গে যে মিশেছে ভাই,
দরিয়াতে সে আপনি মেশে ।।
হযরতকে ভালবেসে ।।
আল্লাহকে যে পাইতে চায়,
হযরতকে ভালবেসে
আরশ কুরসী লৌহ কালাম ।।
না চাইতেই পেয়েছে সে ।। ঐ
তর্ক করে দু:খ ছাড়া
কী পেয়েছিস অবিশ্বাসী ।।
কি পাওয়া যায় দেখ না বারেক ।।
হযরতে মোর ভালবাসি ।
হযরতকে ভালবেসে ।।
আল্লাহকে যে পাইতে চায়,
হযরতকে ভালবেসে
আরশ কুরসী লৌহ কালাম ।।
না চাইতেই পেয়েছে সে ।। ঐ
এই দুনিয়ায় দিবা রাতি,
ঈদ হবে তোর নিত্য সাথী ।।
তুই যা চাস তাই পাবি হেথায় ।।
আহমদ কন যদি হেসে ।
হযরতকে ভালবেসে ।।
আল্লাহকে যে পাইতে চায়,
হযরতকে ভালবেসে
আরশ কুরসী লৌহ কালাম ।।
না চাইতেই পেয়েছে সে ।। ঐ
Leave a Reply