অনুগ্রহ
- সিফাতুন নিছা
ত্রিভূবনের প্রিয় নবী (সা.)
এসেছিল যখন,
কেটে গেল সব অন্ধকার
হলো আলোকিত ভুবন।
ইসলামের আলোয় আলোকিত
কর মোর হৃদয়,
হে প্রভু তোমার কাছে এই
আকুল বিনয়
পাপি তাপী আমি অধম
করিতেছি গুনাহ,
ক্ষমা করে দিও প্রভু
নিজ অনুগ্রহে।
দান করো হেদায়েত মোরে
এই মোর কামনা তোমারি তরে
করি আকিঞ্চন, রহম করো মোরে।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী