আশুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা উদযাপন
মহররম হোসেনঃ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আশুলিয়ায় কুরগাঁও চারিগ্রামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় পবিত্র আশুরা শরীফ। তাজিয়া মিছিল, মিলাদ মাহফিল সালাতু সালাম, মোনাজাত ও তবারুক বিতরণ সহ নানা ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে গভীরভাবে স্মরণ করা হয় শোহাদায়ে কারবালা কে। ৬১ হিজরীর ঐতিহাসিক সেই চরম নির্মমতাকে স্মরণ করে ভক্ত আশেকান হোসাইনি প্রেমিকগন কান্নায় ভেঙ্গে পড়েন। হায় হোসাইন , মাওলা হোসাইন , হক্ব হোসাইন, ইমাম হোসাইন, বাদশাহ্ হোসাইন, ধর্ম হোসাইন, ধর্মের আশ্রয় হোসাইন এমনি নানা স্লোগানে মুখরিত হয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নাকাটি করেন ভক্ত আশেকান হুসাইনি সৈনিকবৃন্দ । সূফী পরিষদ (কুরগাঁও - চারিগ্রাম) এর উদ্যোগে আয়োজিত তাজিয়া মিছিল এর নেতৃত্ব দেন শাহ্ মোঃ শাহিদুল আলী, করিম পাগলা, সাংবাদিক লিটল মিয়া, মহর আলী পীর সাহেব, মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী, শাহ মোঃ শেহ্জাদ আলম শাহীন ভান্ডারী, মোঃ তাছের আলী, ও মোঃ রফাজ ভান্ডারী প্রমূখ। তাজিয়া মিছিল হযরত লালু শাহ্ ফকির রহঃ এর দরবারে সালাতু সালাম ও মোনাজাত এর মাধ্যমে যাত্রা শুরু করে বটতলা পানি ও শরবত পান করে হযরত বদরশাহ্ কাশ্মীরী রহঃ এর দরবারে যায় শোকাবহ তাজিয়া মিছিল, সেখানে দরবার শরীফ প্রদক্ষিণ সালাতু সালাম ও মোনাজাত শেষে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ, কুরগাঁও নতুন পাড়া, আমতলা মোড়, খাজা বাবার ডেগ মোড় হয়ে চারিগ্রাম চিশতীয়া নিজামিয়া খানকা শরীফ, করিম পাগলার বাড়িতে গিয়ে শেষ হয়।
সালাতু সালাম ও তবারুক বিতরণ
* চিশতীয়া নিজামিয়া খানকা শরীফ, করিম পাগলা বাড়ি, চারিগ্রাম
* হাসান জালালীর বাড়ি, চারিগ্রাম
* বটতলা মোড়, চারিগ্রাম
* ভান্ডারী আস্তানা শরীফ, নজরুল ভান্ডারী দোকান সংলগ্ন, কুরগাঁও
* মোঃ সানোয়ার হোসেন এর কাঠের দোকান, কুরগাঁও
* মোঃ মোছলেহ উদ্দিন ভান্ডারীর বাড়ি, কুরগাঁও
* হাফিজ দেওয়ানের বাড়ি সংলগ্ন মাঠ
এছাড়াও আরো বেশ কিছু স্থানে আহলে বায়াত শোহাদায়ে কারবালা স্বরনে, ভালোবাসা ও মহব্বতে মিলাদ মহ্ফিল ও তবারুক বিতরণ করা হয়।
আয়োজিত মজলিশে মিলাদ মহ্ফিল ও মোনাজাত পরিচালনা করেন - শাহ্ মোঃ নূর নবী জালালী, শাহ্ মোঃ শাহিদুল আলী, শাহ্ মোঃ শেহ্জাদ আলম শাহীন ভান্ডারী, ও মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী ।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী