সূফী কবি শামীম রেজভী'র দুটি কবিতা
অনাহারি প্রজা
আমি এখন এমন দেশের প্রজা,
পেটে খাবার থাকবা না থাক,
খাটতে হবে সাজা।
দুই টাকায় এক রুটি খেতাম,
দশ টাকায় উঠেছে
তবু ও নাকি জিবন আমার,
অনেক বদলে গেছে।
বিশ টাকা ছিলো চালের কেজি,
পঞ্চশে দিলো পা,
দুঃখী প্রজা খাবে কি আর,
বুকে শুধু ঘা।
সারা দিন খেটে যা পাই
বাজার করেই শেষ,
কেমন করে সুখি হবে,
সোনার বাংলাদেশ।
ষাট টাকা লিটার নিতো তেল
ধনি গরীব সবে,
কবে যে তা কিনেছিলাম,
মনে পাইনা ভেবে ।
জীবন বুজি এমনি হবে,
খেটে যাবে সাজা,
সারা জনম থাকতে হবে,
অনাহারি প্রজা।
---------
বড্ড হিসেবী
এখন আমি বড্ড হিসেবি,
আংগুলেতে চুন লাগিয়ে,
মুখেতে পান চিবি।
ছেলে আমার বিদেশ থাকে,
মাসে পাঠাই টাকা,
মনের সুখে জমি কিনে
পকেট রাখি ফাকা।
সমাজের লোকের কাছে
আমার অনেক মান,
কেউ ডাকে বাবু সাহেব,
কেউ ডাকে খান।
তবু ও আমি টাকার জন্য
বসে বসে ভাবি
যতোই আমার নাম ডাক,
লাগে অভাবি।
বাজারে যাই করিনা বাজার
দোকানির ধারে,
খালি ব্যাগ হাতে নিয়ে,
খুঁজি জমি ঘুরে।
কৃষকের জমি যেথায়,
চলি তার পারে
ব্যাগ ভরে বাজার নিয়ে
ফিরে আসি ঘরে।
বাজার করে ও আমি,
বসে বসে ভাবি।
আমি নাকি বড্ড হিসাবি।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী