খালি গেলাম শেষে
---সূফী কবি শামীম রেজভী
আমি যেদিন চলে যাবো
থাকবো না ধরাতে,
কেউ আসবে দেখতে আমায়
কেউ আসবে সাজাতে।
কেউ করিবে ঘরে রোদন
কেউ আবার বাহিরে,
মা জননী কাঁদবে হায় রে
মাটিতে পরে।
কেউ আমায় করাবে গোসল
কুসুম গরম জলে,
কেউ দিবে নাকে তুলা
সুরমা আতর ঢলে।
কেউ বাধিবে মাথারি মুঠ
কেউ বাধিবে পা,
মাজখানে বাধ দিয়ে বিদায়
চিরতরে যা।
চার বেহারা পালকি আসবে
আমায় বিদায় দিতে,
কেউ আমার সাথী হলো না
এই মায়ার জগতে।
বিদায় দিয়া সবাই যাবে
পুকুর ঘাটে চলে,
নিজের মতো গোসল দিয়ে
আমায় যাবে ভুলে।
হায় আফসোস কি করিলাম
এই দুনিয়ায় এসে,
পকেট ভরা টাকা ছিলো
খালি গেলাম শেষে।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী