টাকা পয়সা
সূফী কবি শামীম রেজভী
টাকা পয়সা নাই যার বেশি
তার হয় না প্রতিবেশি
দেখেনা কেউ একটু আসি
এই সমাজের বা ও/
ছোট বড় সমাজ থেকে
উড্ড করে না ও।
সমাজের অনুষ্ঠানে
নাম উঠেনা কোনো খামে
ডাকে না কেউ জেনে শুনে
খাইয়ে গেলে ফাউ।
ঘাটে চলার ছলে
কেমন আছি কেউ না বলে
ঘুরে ফিরবো ধারে ধারে
এইটাই সমাজ চা ও।
অসুস্থ অনাহারে
হাত পাতিলে সমাজ জুড়ে
খাইতে পাইনা ভিক্ষা করে
তোমরা দেখে যা ও।
সমাজ জুড়ে ছোটো বড়
দয়া করে একটু ছাড়ো
মানুষ সৃষ্টির বড়
টাকা পয়সাই ঘা ও।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী