ভালোবাসি
আবুল হোসেন
ভালোবাসি নদীর কূলো কূলো ধ্বনি
আঁচড়ে পড়া বিরামহীন ঢেউ
ভালোবাসার রঙে যেন এঁকেছে কেউ।
ভালোবাসি প্রভাতের রাঙা অরুণ
জানালায় উঁকি দেওয়া মিঠেল রোদ্দুর
পাখির কণ্ঠ যেন সুধামাখা সুমধুর।
ভালোবাসি রাখালের মিষ্টি গান
শিশুর চাঁদমুখো হাসি,
জোনাকির আলো ঝিঁঝিঁ পোকার গান
পথ চেয়ে থাকা মায়ের আনচান।
ভালোবাসি টিনের চালে রিমঝিম বৃষ্টি
কাব্য নয় গীতি নয়
যেন অনবদ্য সৃষ্টি।
ইচ্ছে আমার নগ্ন পায়ে সবুজ ঘাসে চলি
শিশির কণা ধুয়ে দিবে মলিন পায়ের ধুলি,
সরষে ফুলে করবে বরণ স্নিগ্ধ হাসি হেসে
কচুরি ফুলে দোলায় মাথা বড্ড ভালোবেসে।
সংগ্রহে( মইনুদ্দিন আলিফ )
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী