মায়াবিনী
✒️কবি ফখরুল ইসলাম ওমর
তুমি এতো বেশি মায়াবিনী যে তোমার মায়ায় আমি প্রতিদিন শতো বার জম্ম নিই !
ইচ্ছে করে শিশিরের কনা গুলো তুলে এনে তোমার পায়ের উপর বসিয়ে দিই;
আর নুপুরের ঝনঝনানির ন্যায় প্রতিদিন রচনা করি ঝরাপাতার প্রেমানুকাব্য...
এতো মায়াবিনী হলে কিভাবে কুমারী ?
ইচ্ছে করে তোমাকে দেয়ালে টাঙিয়ে রাখি,নাহয় বুক পকেটে তুলে রাখি পরম মমতায় !
ইচ্ছে করে তোমার দীঘল কালো চুলের ভাঁজ থেকে হলদে আটা পা পর্যন্ত
চুমু আর চুমুতে ভরাই সারাক্ষণ ...
আর নয়তো আমাকে প্রসাধনী বানিয়ে তোমার পুরু শরীরে মিশিয়ে মিশে থাকি;
তোমার হৃদয় এবং শরিরের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় শিরা-উপশিরায়...!
#বই:তোমার জন্য ভালোবাসা
(প্রকাশ:বইমেলা২০১০)
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী