কবি নজরুল
মুহাম্মদ তোফাজ্জল হোসেন
বাংলার কবি গৌরব ছবি
ডাক নাম দুখু মিয়া,
কেউ বা ডাকে কাজী দাদা
গ্রাম তার চুরু-লিয়া।
ঝাঁকড়া চুলে বাবরী দুলে
কাব্য লেখেন কবি,
ব্রিটিশ শক্তি যায় কাঁপিয়া
ধুমকেতুরি রবি।
বিদ্রোহী আর ভাঙার গানে
পেলেন কবি খ্যাতি,
সাম্যের গানে মানব টানে
হল নজরুল গীতি ।
ইসলামী গান হৃদয়ের টান
ছিল কবির ক্ষুধা,
কবির কন্ঠ ভক্ত প্রাণের
মনের অর্ঘ সুধা।
বিদ্রোহী আর সাম্যের গানে
কাজি নজরুল সেরা
কলম তোমার হাতিয়ার ছিল
দেশের স্বার্থে ঘেরা।
সাহিত্যের মূল কবি নজরুল
দিলেন শীর্ষে তুলে,
আজকে কবির জন্ম দিবস
জাতীর চিন্তা মূলে।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী