কবি পরিচিতি
ইমরান হাসান খালেদ
সিলেট সুনামগঞ্জের'আমাদের ছাতক দোয়ারার সুনামধন্য গীতিকার S.m. Shariot Ullah সাহেবের
📞মোবাইল ০১৭১২২৫৮৮৩৭
সংক্ষিপ্ত পরিচিতি'
এস,এম,শরীয়ত উল্লাহ।
পিতা -মরহুম আইন উল্লাহ,
মাতা- মরহুমা কটুজা বেগম, গ্রাম-খুরমা,
উই/পি-নোয়ারাই, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।
তালিকাভুক্ত গীতিকার -বাংলাদেশ টেলিভিশন।
উপদেষ্টা -সিলেট বিভাগীয় গীতিকার সংসদ।
সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা গীতিকার ফোরাম।
প্রধান উপদেষ্টা ছাতক-দোয়ারা গীতকবি পরিষদ।
সদস্য- স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি।
পেশা=লেখালেখি। বিষয়=গল্প-কবিতা-সাহিত্য-ইতিহাস-উপন্যাস-নাটক-গান-গজল ইত্যাদি।
গান সংখ্যা, ২৫০০টি।
কবিতা সংখ্যা ৪০০ টি।
গজল সংখ্যা ৪৭০ টি।
গণসংগীত ৫০টি।
প্রকাশিত গ্রন্থ=১৩ টি।
১.দরবেশ শাহজালাল
রঃ(জীবনী).
২.হযরত শাহপরান রঃ(জীবনী)
৩.সুফি সাধক শিতালং শাহ(সম্পাদিত)
৪.হ্রদয়ে তুমি। (উপন্যাস)
৫.জলন্ত প্রেম। (উপন্যাস)
৬.মদিনার ফুল। (গজল)
৭.১ম খণ্ড
৮.২য় খণ্ড
৯.৩য় খণ্ড
১০.প্রতিভা -সংগীত(সম্পাদিত)
১১.মাটির সারিন্দা-সংগীত (সম্পাদিত) ১২.ইসলামী সংগীত(গজল) ১৩.ঝলক।(শানে ফুলতলী)। অপ্রকাশিত ৯টি।
দাম্পত্য জীবন
৩পুত্র ১কন্যা ১স্ত্রী মোট ৬সদস্য নিয়ে সংসার।
চাকুরী-প্রথমে প্রাইমারী অতপর মাদ্রাসা।
বর্তমানে অবসর, পারিবারিক ও সামাজিক কাজে সম্পৃক্ত।
আল্লাহ যেন শ্রদ্ধেয় বড় ভাই কবি এস,এন,শরীয়ত উল্লাহকে হাজার বছর আমাদের মধ্যে বাঁচিয়ে রাখেন এমন একজন গুণীমানুষ আমাদের সম্পদ,মরমী গীতিকার সুরকার পাগল হাসান বলে গেছেন, মানুষ মইরা গেলে কদর বাইরা যায়, আমরা জীবিত থাকতে এরকম সাদা মাঠা মনের গুণীমানুষের কদর বুঝিনা কি অদ্ভুত মানুষ আমরা, দেশ বিদেশের সবাই এই মানুষ টির জন্য দোয়া রাখবেন বলা যায় না আল্লাহপাক কার দোয়া কবুল করবেন।আমিন।✍️ ইমরান হাসান খালেদ
২৬-৪-২০২৪
রোজ শুক্রবার।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী