কন্ঠ শিল্পী প্রয়াত পাগল হাসানের
স্বরনে, গীতিকার কলমদর আলীগান
ধন্য মায়ের ধন্য ছেলে
ধন্য যার জীবন বিধান
সুনামগঞ্জের গর্ব মোদের
ছাতকের পাগল হাসান ।।সংগীতের এক পুষ্প চন্দন
ফুটন্ত ফুলের কলি
যার মুখে থাকিত জানি
সর্বদায় মধুর ভুলি
পীর পয়গাম্বর নবী ওলীর
লিখিতো অপূর্ব শান ।।২০২৪, ১৮
এপ্রিলেরই ভোর ৬ টায়
দুনিয়ার মায়া মমতা
ছেড়ে নেয় চিরবিদায়
ভক্তরা কেঁদে বুক ভাষায়
আপন যারা হারায় জ্ঞান ।।পাগল হাসান নাম ধরে কেউ
ডাকবেনা কখনো আর
সেই সুরে বাজবেনা বুজি
কখনো একতারার তার
আর না হবে ভালোবাসার
কেউর সনে আদান প্রদান ।।সবাই বলে পাগল হাসান
গিয়াছে সেদিন মরে
আমি বলি না মরে নাই
আছে ভক্তের অন্তরে
ভাবিয়া এই কলমদরে
লিখে যায় সেই গুন গান ।।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী